Abosar

<img src=https://images.prothomalo.com/prothomalo-bangla/2021-01/1d75151c-eff9-4e9f-ac28-aebc4618d00f/palo_bangla_og.png />

শাস্তি: আকীব খান

নিজস্ব প্রতিবেদক



ইদানীং আমজাদ অদ্ভুত স্বপ্ন দেখছে। এক যুগ আগে মরা বউয়ের পাশে শুয়ে আছে সে। ভয় লাগছে না। বউটা বক বক করত খুব। এখনো করছে।

কয়বরেও শান্তি নাই, আইছে জ্বালাইতে।কী হরলাম?এমুন ছোড কয়বরে দুইজন থাকবাম কিবা?আরেহ, আমরা তো পর না?মরার লগে ধরা নাই। মরলে সবেই পর। যাইন, অক্ষন উডুইন। বাইর অইন। ইশশিরে কেচাকেচি লাগে।

আমজাদের মনে হয় পিঠে কিছু খোঁচাচ্ছে। টের পেল জহুরার কঙ্কাল হওয়া হাত। সে উঠে দৌড়াতে চায়। ঘুম ভাঙে।দেখে, শরীরটা অর্ধেক বিছানায় আর অর্ধেক বাইরে। বাদুড়ের মতো ঝুলে আছে সে।

আমজাদের বিছানার নিচে পাকা করা। গ্রামবাসীর কাছে নিখোঁজ জহুরাকে সে এখানে পুঁতে রাখছে। এবার উঠে বসে প্রথমেই ভাবল, বেডিরে এইহানতে সরান লাগব…।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক…। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]