Abosar

<img src=https://images.prothomalo.com/prothomalo-bangla/2021-01/1d75151c-eff9-4e9f-ac28-aebc4618d00f/palo_bangla_og.png />

কালপুরুষ: মো.শা ফ সাদিব

নিজস্ব প্রতিবেদক



‘স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে,’ আনোয়ার বিরক্তের স্বরে জানাল।আমি কিছুটা অবাক হয়ে দরজার দিকে এগিয়ে গেলাম।আমার কাছে সচরাচর কেউ আসে না। নতুন অবস্থায় কেউ কেউ আসত, কিন্তু আমি পুরোনো হয়ে যাওয়ার পর কেউ আসে না। গিয়ে দেখি দরজার কাছে রহমত পাগলা দাঁড়িয়ে ছিল।

—স্যার, কালকা আপনাগো বাসার সামনে একজনরে দাঁড়ায়ে থাকবার দেখছি!—কারও দাঁড়িয়ে থাকাটা তো অপরাধ না, রহমত।—নাগো স্যার! যেই ব্যাটা দাঁড়ায়ে ছিল, তেনার মতন এমন ঠান্ডা চোউখ আমি আর দেহি নাই। মাছের লাহান মরা।—মানুষ মাত্রই আলাদা। দোষের কী?—আমি তো বেবাক কথা বুজি না, স্যার। তয় গতকাইল আইচমকা আমারে কইল, হেতে নাকি আপনার কাছে আইব।—আমার কাছে কেন?—হেবা তো জানি না। খালি কইল আপনেরে নিতে আইব।

হঠাৎ ছায়া পড়ল। কালপুরুষের ছায়া।

[নিয়ম: ১০০ শব্দের গল্প লিখুন প্রথম আলোর সাহিত্য অনলাইন ম্যাগাজিন অন্য আলো ডটকমের জন্য। নিজের ফেসবুকের টাইমলাইনে পাবলিক করে প্রকাশ করুন। #শশব্দগল্প #ছোট্টগল্প #অন্যআলো দিতে পারেন। এই তিনটা হ্যাশট্যাশগের যেকোনো একটা থাকলে আমরা ধরে নেব এটা আপনারা অন্য আলোডট কমে প্রকাশ করতে দিতে রাজি আছেন। আপনি গল্প লিখে ফেসবুকের সাত বন্ধুকে চ্যালেঞ্জ জানাবেন। তাঁদের ট্যাগ করবেন। যাঁদের ট্যাগ করবেন, তাঁরা আবার শত শব্দের একটা গল্প নিজেদের টাইমলাইনে পোস্ট করবেন। আর নিয়মকানুনগুলো গল্পের নিচে কপি পেস্ট করে দেবেন। পেশাদার লেখক হতে হবে, এমন নয়। বরং নতুন প্রতিভা, নতুন লেখক লেখা শুরু করুক…। কেউ সরাসরিও লেখা পাঠাতে পারেন: [email protected] [email protected]]